২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩০

নাটকের মূল আকর্ষণ হচ্ছে চরিত্রের বৈচিত্র্যতা

বিনোদন ডেস্ক:

ঈদের ৬ পর্বের ধারাবাহিক নাটকের চর্চাটা বাড়ছে প্রতিবারই। একক নাটকের পাশাপাশি ঈদেও নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। জনপ্রিয়তার দিক থেকে সব নাটক ফোকাসে না এলেও বেশ কয়েকটি নাটক ভালো সাড়া ফেলেছে। যার মধ্যে ‘অ্যাভারেজ আসলাম’ আলোচনায় ছিল গতবছর।
 সেই ধারাবাহিকতায় এবারও নির্মিত হতে যাচ্ছে এই ৬ পর্বের ধারাবাহিক নাটকটি। চলতি সপ্তাহের শেষদিকে শুরু হবে নাটকটির শুটিং। আর এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।
 নাটকটির পরিচালক সাগর জাহান বলেন, ‘দর্শকদের ইতিবাচক সাড়ার কারণে এবারও নাটকটি নির্মাণ করছি। সবকিছু এরইমধ্যে গোছানো হয়েছে। এখন শুধু শুটিং শুরু করার অপেক্ষা। আশা করছি এবারও নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
 অন্যদিকে নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের চরিত্রের বৈচিত্র্যতা রয়েছে। আর চরিত্রের বৈচিত্র্যতাই নাটকের মূল আকর্ষণ। সেদিক থেকে ‘অ্যাভারেজ আসলাম’ নাটকটিতে অভিনয় আমার জন্য স্বাচ্ছন্দবোধের জায়গা।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ