১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

কানাডায় রেঁস্তোরায় বিস্ফোরণ: আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার টরেন্টোতে একটি ভারতীয় রেঁস্তোরায় বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বোম্বে ভেল নামের ওই রেঁস্তোরায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে টরেন্টোর দক্ষিণে অন্টারিও শহরের মিসিসাউগা এলাকায় বোম্বে ভেল রেঁস্তোরায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, বছর ২০-এর দুই ব্যক্তি রেঁস্তোরার ভেতরে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপর ‍ওই দুই ব্যক্তি পালিয়ে যায়। সন্দেহভাজন ওই দুজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। বিস্ফোরণের পরপর একাধিক অ্যাম্বুলেন্স মিসিসাউগায় পাঠানো হয়। চিকিৎসক দলের এক সদস্য জানিয়েছেন, তারা কমপক্ষে ১৫ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এর আগে গত মাসে টরেন্টোতে পথচারীদের ওপর একটি চলন্ত ট্রাক উঠিয়ে দিয়েছিল এক ব্যক্তি। ওই ঘটনায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়।

 

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ