১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

লঙ্কান তারকা ধনাঞ্জয়ার বাবাকে গুলি করে খুন!

স্পোর্টস ডেস্ক:

শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল ধনাঞ্জয়া ডি সিলভার। কিন্তু হঠাৎই ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। বাবা হারালেন এই লঙ্কান ক্রিকেটার। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ধনাঞ্জয়ার বাবা।

ধনাঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা স্থানীয় রাজনীতিবিদ। একজন কাউন্সিলর তিনি। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাজধানী কলম্বোর রতমালানায় খুন হন ধনাঞ্জয়ার বাবা। ঘটনার তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষে অফিসিয়াল ভাবে জানানো হয়ে ২৬ বছর বয়সী ধনাঞ্জয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিজেকে সড়িয়ে নিয়েছেন। তবে ধনাঞ্জয়ার বদলি হিসেবে কারও নাম ঘষোণা করা হয়নি।

কিছুদিন আগে লড়াই করে টেস্ট দলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন ধনাঞ্জয়া। গেল বছরের শেষে ভারতের বিপক্ষে দিল্লি এবং এবছরে শুরুতে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন তিনি। দেশের হয়ে ১৩টি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ৭টি টি-টুয়েন্টি খেলেছেন ধনাঞ্জয়া। এবছরই টেস্টে নিজের ১০০০ রান পূরণ করেন তিনি।

সূত্র : ক্রিকইনফো 

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :মে ২৫, ২০১৮ ৬:০৭ অপরাহ্ণ