কক্সবাজার প্রতিনিধি:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবার গডফাদার বলে পরিচিত আখতার কামাল (৪১) নামে এক ব্যক্তিরগুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার মেরিনড্রাইভ সড়কের দরিয়ানগর ২ নাম্বার ব্রিজ এলাকা থেকে আকতার কামাললাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ মে) ভোরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, আকতার কামাল উখিয়া- টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর। সে তালিকাভুক্ত ইয়াবা গডফাদার।
মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ভোরে মেরিন ড্রাইভ রোডের দরিয়ানগর ২ নাম্বার ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে আমরা ওই এলাকায় যাই। এ সময় রাস্তার পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশ থেকে ১ হাজার ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের গুলিতে সে মারা গেছে।’
স্থানীয়রা লাশ দেখে সেটি টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আকতার কামালের বলে শনাক্ত করেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ