১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

চবিতে অবরোধ স্থগিত, ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দের  ব্যানারে ৮ দফা দাবিতে ডাকা লাগাতার অবরোধ স্থগিত করা হয়েছে।  ফলে বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল সচল হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ সাহাবুদ্দীন।  তিনি বলেন, অবরোধ না থাকায় বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল সচল হয়েছে। শহর থেকে সব ট্রেন ছেড়ে যাচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দের  ব্যানারে গণমাধ্যমে পাঠানো একক বিবৃতিতে ৮ দফা দাবিতে বুধবার (২৩ মে) থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবরোধের ডাক দেয়া হয়। এতে অবরোধের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও উল্লেখ্য করা হয় বিবৃতিতে।

বিবৃতি দেয়ার কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে যাত্রা করে শাটল ট্রেনটি রাত সাড়ে ৯টায় ষোলশহর স্টেশনে পৌঁছালে লোকো মাস্টার আলী রিয়াজকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে সাড়ে ১০ টার দিকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তার অভাবে নিরাপত্তাহীনতায় লোকো  মাস্টাররা বিশ্ববিদ্যালয় রুটে  গতকাল ট্রেন  চলাচল বন্ধ রাখেন।

দৈনিক দেশজনতা /এন এইচ

 

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১:৪১ অপরাহ্ণ