১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

কুষ্টিয়ায় গ্রেপ্তার ৩২

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতদের মধ্যে মাদকবিরোধী বিশেষ অভিযানে দৌলতপুরে চারজন, কুমারখালীতে এক জন, মিরপুর থানায় একজন, কুষ্টিয়া মডেল থানায় দুইজন, ইবি থানায় একজন, ভেড়ামারায় থানায় নয়জন, এবং খোকসা থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নিয়মিত মামালায় ১৩ গ্রেপ্তার করেছে পুলিশ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১২:৫৯ অপরাহ্ণ