১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডগলাস কস্তা

স্পোর্টস ডেস্ক:      

আর কয়েকদিন পরেই শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরা হওয়ার এই যুদ্ধে অংশগ্রহণ করবে ৩২টি দেশ। ইতিমধ্যেই প্রতিটি দলই শুরু করেছে বিশ্বকাপের প্রস্তুতি।

রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়ার এই টুর্নামেন্টের আগেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। কারণ ইনজুরিতে পড়েছেন দলের আক্রমণ বিভাগের সেরা ফুটবলার ডগলাস কস্তা। তেরেজোপোলিসে সোমবার থেকেই শুরু হয়েছে ব্রাজিলের প্রস্তুতি মিশন। মূলত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করার জন্য আগেই প্রস্তুতির পরিকল্পনা নিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

কিন্তু বুধবার অনুশীলনের সময় কস্তার উরুর পেশিতে টান পড়ে। তারপরেই তিনি অনুশীলন বন্ধ করে দেন। যদিও পরীক্ষার পরে জানা যায় চোটের পরিমান টা কম। তবুও ভয় তো থাকেই। দলের ফিজিও রদ্রিগো লাসমার জানিয়েছেন,‘তার পেশির ইনজুরির পরীক্ষা করেছি আমরা। কয়েকদিন বিশ্রাম নিলে আশাকরি ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়তো সে মিস করতে পারে কিন্তু বিশ্বকাপের আগেই আশাকরি সুস্থ হয়ে উঠবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ