১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

রাজধানীতে পোশাক কর্মীকে ধর্ষণ: গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেকে পোশাক কারখানার ১৪ বছর বয়সী এক কিশোরী কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণখান থানা পুলিশ জানায়, ওই কিশোরী পোশাক কারখানায় যাওয়ার পথে গত মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফাইদাবাদের ইউনুছের গলিতে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত হাসান। কিশোরীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ থানার হাটঘারাবাড়ি এলাকায়।

কিশোরীর মামা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে সে গার্মেন্টসে যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি বাসার ভাড়াটিয়া মেহেদী হাসান তাকে জোর করে মুখ চেপে ধরে গলির ভেতর নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে তার চিত্কারে স্থানীয়রা ছুটে এসে মেহেদীকে ধরে করে পুলিশের হাতে তুলে দেয়।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. শাহ আলম বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে মেহেদীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১০:৪০ পূর্বাহ্ণ