১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

প্রসূতির অশ্লীল ভিডিও ধারণ করায় ওটি ইনচার্জ গ্রেফতার

রংপুর প্রতিনিধি:

রংপুরে ক্লিনিকে এক প্রসূতির অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ওটি ইনচার্জ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিয়ামত কদমতলা এলাকার শারমিন আক্তার মঙ্গলবার সকালে রমেক হাসপাতালে সন্তান প্রসব করেন। বিকালের দিকে শারীরিক সমস্যা হলে তিনি নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিকে যান।

এ সময় ক্লিনিকের ওটি ইনচার্জ মামুন ওই শারমিনের অশ্লীল ভিডিও ধারণ করে। বিষয়টি টের পেয়ে শারমিন আক্তার প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ ক্লিনিক থেকে মামুনকে গ্রেফতার করে।

রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোকতারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৭:৪৯ অপরাহ্ণ