১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন।

নিহতরা হলেন— কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামের হাফিজুর রহমান মোল্লার স্ত্রী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে মাদারীপুরের চর মুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একামণি (২০) ও একামনির শিশুকন্যা মাইসা (৩)। একামনি মাদারীপুর শহরের শকুনী লেক এলাকার মিন্টু তালুকদারের স্ত্রী।

নিহত সেলিনা বেগমের ভাগ্নে মো. নাদিম হাসান জানান, বুধবার দুপুরে সেলিনা বেগম তার মেয়ে, ছেলে  ও নাতনীকে নিয়ে কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে ইজিবাইকে করে মাঝিগাতি গ্রাম থেকে রওনা দেন। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ইজিবাইকটি ছিন্নবিছিন্ন হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিনা বেগম ও মাইসা নিহত হয়। মারাত্মক আহত হয় একামণি, তার ভাই বিশাল ও ইজিবাইকের চালক কামরুল। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একামণির মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দু’টি লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশ আইনি প্রক্রিয়া চালাচ্ছে।

রংপুর:

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন।বুধবার বেলা আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মাদারহাট নামক স্থানের এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল সার্ভিসের এবি ডিলাক্স নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কড়ইগাছে ধাক্কা লাগে।

তিনি জানান, এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে পাশের পুকুরে ছিটকে পড়ে। এতে অজ্ঞাতনামা ১০ বছরের এক শিশু ও ৩০ বছরের এক নারী নিহত হন।

মোয়াজ্জেম জানান, দুর্ঘটনায় ১৫ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতাল এবং বাকিদের পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেস্টা চলছে এবং ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা আইনে মামলার প্রস্ততি নিচ্ছে।

নওগাঁ:

নওগাঁর বাইপাস সড়কের কোমাইগাড়ি নামক স্থানে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- নওগাঁ শহরের আরজী নওগাঁ দপ্তরি পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শোয়েব আহমেদ (৩২) ও নওগাঁ সদর উপজেলার চক-আতিথা গ্রামের রেজাউন্নবীর ছেলে অনিক আহমেদ (২৮)। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুপুর দুইটার দিকে শহরের বাইপাস সড়ক থেকে একটি ট্রাক্টর ডিগ্রি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় বাইপাস সড়কের কোমাইগাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ