১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

হবিগঞ্জে যুদ্ধারপরাধ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হবিগঞ্জ প্রতিবেদক:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মধু মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশের ওসি মো. শাহ আলম।

গোয়েন্দা কর্মকর্তা মাহমুবুর রহমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মধু মিয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৬:২৩ অপরাহ্ণ