১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

নতুন স্কুটার আনলো হোন্ডা মোটরসাইকেল

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

ভারতের বাজারে নতুন স্কুটার আনলো হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। মডেল হোন্ডা ডায়ো স্কুটার। দিল্লিতে এক্স শোরুম দাম ৫১ হাজার ২৯২ রুপি। একই মডেলের ডিলাক্স নামে আরেকটা স্কুটার বিক্রি করছে হোন্ডা। ওই মডেলের দাম ৫৩ হাজার ২৯২ টাকা।

হোন্ডার এই স্কুটারে থাকছে প্রিমিয়াম এলইডি হেডল্যাম্প ও পজিশন ল্যাম্প। সেই সঙ্গে সিট ওপেনিং সুইচ-সহ ফোর ইন ওয়ান লক।

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া জানিয়েছে, মোট পাঁচটি রঙে মিলছে হোন্ডা ডায়ো। ভায়াব্রান্ট অরেঞ্জ, পার্স স্পোর্টস ইয়োলো, স্পোর্টস রেড, ক্যান্ডি জাজ ব্লু এবং ম্যাট অক্সিস গ্রে মেটালিক।

ডিলাক্স ডায়োর ক্ষেত্রে রঙ চারটি— ড্যাজেল ইয়েলো মেটালিক, ম্যাটে মারশাল গ্রিন মেটালিক, পার্ল ইগনেওয়াস ব্ল্যাক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক।

১১০ সিসি-র এই স্কুটারে ১০ ইঞ্চি চওড়া চাকা। সঙ্গে ১৩০ এমএম ড্রাম ব্রেক।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৫:৩৯ অপরাহ্ণ