২৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৪

চাঁপাইনবাবগঞ্জে হত্যার ঘটনায় চাচাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর শিরোটোলা গ্রামে দুবাই প্রবাসীর মেয়ে স্কুলছাত্রী শ্যামলী খাতুনকে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

আটকরা হলেন- নিহতের মামাতো ভাই টুটুল আলী (২২), নিহতের চাচা দুরুল (২৩), রশিকনগর উচুডিহির বিলায়েতের ছেলে মুকুল (২৭) ও বিনোদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগ (২৫)।

উল্লেখ্য, গত রোববার গভীর রাতে একদল সন্ত্রাসী দুবাই প্রবাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে কবির হোসেনের স্ত্রী আলিয়ারা বেগম, বড় মেয়ে চাম্পা খাতুন ও শ্যামলী খাতুনের ঘরে প্রবেশ করেই আলিয়ারা বেগম ও চাম্পার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে। এরপর তাদের গলায় থাকা তিনটি চেইন ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় শ্যামলী খাতুন সন্ত্রাসীদের চিনে ফেলায় তাকে জোর করে পাশের রুমে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির প্রধান ফটকে শিকল আটকিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা আলিয়ারা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

দৈনিক দেশজনতা /এন এইচ

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৩:৪০ অপরাহ্ণ