১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

মাদক বিক্রি ও সেবন : রাজধানীতে গ্রেফতার ৭৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ মে) সকাল ৬টা থেকে বুধবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ডিএমপির কয়েকটি থানা ও মহানগর গোয়েন্দা (ডিবির) পুলিশের বিভিন্ন বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৬ হাজার ৩৪৬ পিস ইয়াবা, ৮৬০ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩৭ বোতল ফেনসিডিল, ৩ বোতল বিদেশি মদ ও ২০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৫৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় আজ (বুধবার) তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৩, ২০১৮ ১:১৬ অপরাহ্ণ