২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪১

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক:      

দু’দিন আগেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্র্যাংক ল্যাম্পার্ড বলেছিলেন, বিশ্বকাপে দলের সেরা খেলোয়াড়কেই অধিনায়ক করা উচিত। নিজের পছন্দ হিসেবে তিনি সুপারিশ করেছিলেন হ্যারি কেনের নাম। ল্যাম্পার্ডের সঙ্গে মিলে গেল ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের ভাবনা। আসন্ন রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ২৪ বছর বয়সী টটেনহ্যাম ফরোয়ার্ডকেই বেছে নিলেন সাইথগেট।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ঘোষণাটা তিনি দিয়েছিলেন টুইটারে, ‘আগের রাতে দলের বাকি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছি যে বিশ্বকাপে আমাদের অধিনায়ক হ্যারি কেন। এটা হ্যারির প্রাপ্য। তার নেতৃত্বগুণ অসাধারণ। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে সে প্রস্তুত।’ কেনের জন্য অভিজ্ঞতাটা নতুন নয়। গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে ওয়েন রুনির অবসরের পর বেশ কয়েকটি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন টটেনহ্যামের সহ-অধিনায়ক।

এই মুহূর্তে তর্কাতীতভাবে ইংল্যান্ডেরসেরা ফুটবলার কেন। ইংলিশ প্রিমিয়ার লিগে দু’বার জিতেছেন গোল্ডেন বুট। এবারও ছিলেন লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপ মঞ্চে দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত কেন, ‘এটা অনেক বড় সম্মান। শৈশবে ইংল্যান্ডের হয়ে খেলাই ছিল আমার স্বপ্ন, সেখানে অধিনায়কত্ব তো আরও বড় কিছু। বিশ্বকাপে খেলার জন্য আমার আর তর সইছে না। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়াটা বিশেষ কিছুই। তবে ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমি আগের হ্যারি কেনই আছি। এখানে সবার আগে দল।’ ওয়েবসাইট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৩, ২০১৮ ১০:৫৬ পূর্বাহ্ণ