১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

ইলিয়াস আলীর বাসায় বিএনপির নেতারা

নিজস্ব প্রতিবেদক:

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২২ মে)  বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইলিয়াস আলীর বাসায় যান। ড. মোশাররফ হোসেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা ও সাহস দেন।

এ সময় ড. মোশাররফের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ- স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (২১ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ইলিয়াস আলীর বাসায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে কে বা কারা প্রবেশের চেষ্টা করে।

এ বিষয়ে সকালে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অংশ হিসেবেই ইলিয়াস আলীর বাসায় গভীর রাতে প্রবেশের চেষ্টা করে ডিবি’র সদস্যরা। তখন ভীত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী দলীয় নেতাকর্মীদের ফোনে বিষয়টি জানান। তবে এ বিষয়ে থানা এবং ডিবি পুলিশ কিছুই জানে না বলে জানিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৩, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ