১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

আইপিএলকে গুডবাই বলছেন ধোনি

স্পোর্টস ডেস্ক:      

আগামী বছরের আইপিএলে কি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? চেন্নাই অধিনায়কের সাম্প্রতিক মন্তব্যই জল্পনা বাড়িয়ে দিয়েছে। ২০০৮ থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। মাঝে দু’বছর নিষিদ্ধ ছিল দল। তখন ধোনি খেলেছেন পুনের হয়ে। এ বছর চেন্নাই আবার আইপিএলে ফিরেছে। ধোনিও স্বমহিমায়। দল উঠে গেছে প্লে-অফে। এমন সময় ধোনির মন্তব্যে জল্পনা বেড়েছে। তাহলে কি হলুদ জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মাহি?

স্বয়ং ধোনি বলেছেন, ‘চেন্নাই ফ্র্যাঞ্চাইজি মালিকরা দুর্দান্ত। একটা দারুণ দল তারা তৈরি করেছেন। যার ফলে অধিনায়কের কাজটা সহজ হয়ে গেছে। ভালো দল না হলে কাজটা কঠিন হয়ে যায়। এই দলের সবাই সুযোগ পেলেই নিজেদের সেরাটা দিয়েছে। তবে আগামী দু’বছরের মধ্যে এই দলের অনেকেই থাকবে না। টি ২০ ক্রিকেটে খেলার মতো ফিটনেসও হয়তো সিনিয়রদের থাকবে না। তবে এই ১০টা বছর আমরা দারুণ কাটিয়েছি।’

অধিনায়ক হিসেবে চেন্নাইকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি। তিনবার চেন্নাই রানার্স হয়েছে। এবারও চেন্নাই চ্যাম্পিয়ন হতে পারে। ওয়েবসাইট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৩, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ