স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পরামর্শকের দায়িত্ব পালন করতে রবিবার রাতে ঢাকায় এসে পৌঁছান দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেন।
টাইগারদের প্রধান কোচ নির্বাচনের ব্যাপারে বোর্ডকে নিজের মতামত জানাবেন অভিজ্ঞ এই কোচ। এমনকি বিসিবির নির্ধারিত তালিকার বাইরে অন্য কোনো কোচের ব্যাপারেও বিসিবিকে সুপারিশ করতে পারবেন তিনি।
বিসিবিকে সহায়তা করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন গ্যারি। গতকাল সোমবার জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে কথা বলেছেন তিনি।
সোমবার সকালে টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সাথে দীর্ঘসময় কথা বলেছেন গ্যারি। কথা বলেছেন মাশরাফি-মুশফিকের সাথেও।
সূত্র জানায়, মূলত দলের কোচ হিসেবে টাইগারদের ভাবনার কথাগুলো শুনেছেন তিনি।
এ বিষয়টি নিয়ে আইপিএল চলাকালীন সাকিব ও মোস্তাফিজের সাথেও গ্যারি কারস্টেন আলাপ করেছেন বলে সূত্রটি জানিয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন জানিয়েছেন, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে আলাপ শেষে গ্যারি আলাদা করে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বসছেন। জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত অন্যদের সঙ্গেও বসবেন তিনি। বিশেষ করে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে বসার পরিকল্পনাও আছে।
সব পক্ষের সাথে আলোচনা করে মঙ্গলবার বিসিবি সভাপতির সাথে কোচ নিয়ে বসবেন ভারতের বিশ্বকাপ জয়ী এই কোচ। আপাতত কারস্টেনের তিনদিনের সফর শেষ হবে বুধবার।
নিজাম উদ্দীন বলেন, ব্যস্ততার কারণে আপাতত কারস্টেনের কাজের ব্যাপ্তি সংক্ষিপ্তই হচ্ছে। তিনি পরামর্শক হিসেবেই কাজ করছেন। আগে আমাদের পরিকল্পনা ছিল উনি দীর্ঘ মেয়াদে আমাদের সঙ্গে কাজ করবেন। বিশ্বকাপ পর্যন্ত কাজ করার ব্যাপারে তিনি সম্মতিও জানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে অন্যান্য কাজের ব্যস্ততার কারণে তিনি জানিয়েছেন আপাতত কোচ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করবেন।
গ্যারি কারস্টেন ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকারও কোচ ছিলেন। কোচ হিসেবে তাকে চেয়েছিলো বাংলাদেশ। তিনি রাজি হননি। তবে তিনি বিসিবি’র পরামর্শক হিসেবে স্বল্পমেয়াদে কাজ করতে আগ্রহী হন।
দৈনিক দেশজন /এন এইচ