১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

বরিশাল বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষক। বোর্ডের চেয়ারম্যান পদে তাকে বদলিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

দুই মাস শূন্য থাকার পর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। গত ১৯ মার্চ বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান মু. জিয়াউল হককে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে বরিশাল বোর্ডের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকল্প সেসিপের বরিশাল অঞ্চলের পরিচালক ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৮ ৭:৫৩ অপরাহ্ণ