১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬

রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি অবৈধ : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভালাভো ইউনিয়নে রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই দুই প্রকল্পের জন্য ভুমির যে পরিবর্তন সাধন করা হয়েছে তা পূ্র্বের অবস্থানে ফিরিয়ে দিতে বলা হয়েছে রায়ে।

এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় ঘোষণা করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মরিয়ম খন্দকার। অপরদিকে রিমঝিম পুলিশ টাউনের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইটালিয়ান সিটির পক্ষে ছিলেন আব্দুল মতিন মণ্ডল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি প্রকল্প দুইটি কৃষি জমির উপর এবং তা জোর করে দখল করে ভরাট করা হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সেসব সংবাদের প্রেক্ষিতে স্থানীয় জনগণ পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ না করায় বাদশাহ মিয়াসহ স্থানীয় পাঁচজন বাসিন্দা ২০১৭ সালের ২৩ অক্টোবর হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে নদী, খাল, ডোবা, কৃষিজমিসহ জমি রক্ষায় ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুটি প্রকল্পের জন্য ভুমির যে পরিবর্তন সাধন করা হয়েছে তা পূ্র্বের অবস্থানে ফিরিয়ে দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে পরিবেশ মন্ত্রণালয়কে দুটি প্রকল্পের বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়।

তিনি বলেন, ২০১৭ সালের ৩০ নভেম্বর আদালতের নির্দেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তর হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করে। দাখিলকৃত প্রতিবেনে এসব জমিকে নালা ও কৃষি জমি হিসেবে উল্লেখ করে বিস্তারিত শ্রেণিকরণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করা ব্যতিরেকে কৃষি জমি ভরাট করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১২ (১) ধারা লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরিবেশ অধিদপ্তরের এই প্রতিবেদনের উপর শুনানি শেষে আজ আদালত জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৮ ৭:৩৮ অপরাহ্ণ