১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

 রোজা রেখে টুথপেস্ট ব্যাবহার: ক্ষতি হবে কি?

ধর্ম ডেস্ক :

►► রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তা’য়ালার নিকট মেশক আতরের তুলনায় ও অধিক সুঘ্রাণপূর্ণ। (বোখারী শরীফ-হাদিস নং ৩৪২২)।

►►এই হাদিসের উপর আমল করে অনেক ভাই বোন রোজা রেখে দাঁত মাঝেন না। তারা মুখ দুর্গন্ধ করে রাখেন। এটা কখনোই ঠিক না। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ইসলামে বেশ গুরুত্ব দেয়া হয়েছে।
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।’ [মুসলিম : ২২৩]”

বোখারী শরীফ :৩৪২২ নং হাদিসের ব্যাখ্যা অনেকে ভুল ভাবে অনুধাবন করায় এই বে-ঠিক আমল অনেকে করে থাকেন। মানুষ যখন অনেক সময় ধরে কিছুই না খেয়ে থাকে তখন স্বাভাবিক ভাবেই পেটে একটা দুর্গন্ধ তৈরী হয়। সেই গন্ধ মুখ দিয়ে বের। মুলত আল্লাহ ঐ গন্ধের কথাই বলেছেন। মুখের দুর্গন্ধ হয় দাঁত না মেজে থাকার ফলে। দাঁত পরিষ্কার করলে রোজার কোন রুপ ক্ষতি হয় না। নাবী (সাঃ) সব সময় মিসওয়াক করতেন নামাজের পুর্বে।

অধিকাংশ আলেমের মতে, টুথপেস্ট ব্যবহার করা জায়েয। শায়খ বিন বায বলেন, টুথব্রাশের সাথে টুথপেস্ট ব্যবহার করা যেভাবে মিসওয়াকের সাথে ব্যবহার করা হয় তেমনি ব্রাশের সাথে ব্যবহার করা যাবে। রসূল (সঃ) মিসওয়াক ব্যবহার করা নাজায়েয বলেননি। মিসওয়াক ব্যবহারে রোযা ভঙ্গ হয় না। কিন্তু সতর্ক থাকতে হবে যেন এর কোনো অংশ গিলে ফেলা না হয়। টুথপেস্টের কোনো অংশ গিলে ফেলা নাজায়েয। সতর্ক হয়ে টুথপেস্ট ব্যবহার করা যাবে। অনেক আলেম এর তীব্র স্বাদ ও ঝাঁঝালো গন্ধের কারণে এটা ব্যবহার করা মাকরূহ বলেছেন। টুথপেস্টের কোনো অংশ গিলে না ফেললে তাতে রোযা ভাঙ্গবে না।সূত্র: অনলাইন

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২১, ২০১৮ ৪:৩৮ অপরাহ্ণ