১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

ইন্দোনেশিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ওপর, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় চিনিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি মোটরসাইকেল ও বাড়ির ওপর চালিয়ে দিলে অন্তত ১১ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন আরো ১১ জন।

রবিবার দেশটির সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রেবেস জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ট্রাকটি সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রেবেস জেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাজধানী জাকার্তায় ছিল ট্রাকটির গন্তব্য। চালক ট্রাকটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং একটি কার, ১৩টি মোটরবাইক ও ৭টি বাড়ির ওপর চালিয়ে দেয়।

দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সারওয়া পরমানা বলেন, যতদূর জানা গেছে এ দূর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও আরো ১১ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২১, ২০১৮ ৪:২৫ অপরাহ্ণ