২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:২৫

খালেদা জিয়ার জামিন শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক:

তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে উচ্চ আদালতে যে আবেদন করা হয়েছে এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। আজ মামলাগুলোর ওপর শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিন পেছানো হয়।

দণ্ড হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর মুক্তিতে বাধা তিন মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

বেগম খালেদা জিয়ার তিন মামলায় জামিন বিষয়ে শুনানির জন্য আজ আপিলের কার্যতালিকায় ছিল। তবে খালেদার আইনজীবী এহসানুর রহমান জানান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন করায় শুনানির জন্য আগামীকাল নির্ধারণ করে আপিল বিভাগ।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির পাঁচ বছরের সাজার মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। একইসঙ্গে সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :মে ২১, ২০১৮ ৩:৩৩ অপরাহ্ণ