১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

ঝিনাইদহ থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 র‌্যাব- ৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব গোপন সূত্রে খবর পায়- এক দল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে ঝিনাইদহ সদর থানার মিয়াকুন্ডু গ্রামের কাটাখাল ব্রিজের পাশের মেহগনি বাগানে অবস্থান নিয়েছে। এ সংবাদ পেয়ে র‌্যাবের একটি টহল দল রাত সাড়ে ১২ টার দিকে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
 গ্রেফতারকৃতরা হচ্ছেন, মাগুরা জেলার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের নরেন্দ্র নাথ শিকদারের ছেলে গ্রাম ডাক্তার তিব্বত শিকদার (৫৪), একই গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমুদ সরকার (২৬) ও  কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের মকছেদ খানের ছেলে সুকানুর রহমান (৩০)।
 র‌্যাব তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি রাইফেল, ৫টি রাইফেলের গুলি, ৩টি শটগানের গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ