২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৮

প্রধান পরামর্শক হিসেবে ঢাকায় আসছেন কারস্টেন

স্পোর্টস ডেস্ক:

গত সোমবার হোটেল সোনারগাঁয়ে গর্ডন গ্রিনিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, আইপিএলে গ্যারি কারস্টেনের দল বেঙ্গালুরু শেষ চারে না উঠলে ২০-২১ তারিখে ঢাকায় আসবেন তিনি। আইপিএলে তাঁর দল বেঙ্গালুরু যেহেতু শেষ চারে উঠতে পারেনি, ভারত থেকে আজ রাত সাড়ে আটটার সময় ঢাকায় পা রাখছেন এই প্রোটিয়া।

কারস্টেন বাংলাদেশে আসছেন জাতীয় দলের প্রধান পরামর্শক হিসেবে। ভারতের বিশ্বকাপ জয়ী এই কোচ আপাতত বিসিবিকে জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজতে সহায়তা করবেন। কারস্টেনের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘আজ রাতে আসার কথা জানি। কদিন থাকবে এই মুহূর্তে বলতে পারছি না। তাঁর সঙ্গে কথা হলে বুঝতে পারব।’

কারস্টেন কীভাবে বিসিবিকে কোচ পেতে সহায়তা করবে, সেটি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান গত সপ্তাহে বলেছিলেন, ‘অভিজ্ঞ, আমাদের জন্য ভালো হবে এমন তিন-চারজনের একটা তালিকা করে রেখেছি। এখন পরামর্শকের (কারস্টেন) মতামত জানা দরকার। আমাদের পাশাপাশি পরামর্শকও একটা তালিকা তৈরি করেছে। এমনও হতে পারে, আমাদের চেয়ে ভালো কোচ তার তালিকায় আছে। আমাদের কী ধরনের, কেমন কোচ দরকার, সেটি নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি, এ মাসের মধ্যে দৃশ্যমান কিছু দেখতে পাবেন।’

দৈনিক দেশজন /এন এইচ

প্রকাশ :মে ২০, ২০১৮ ৯:৫২ অপরাহ্ণ