নারায়ণগঞ্জ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নয়াপুর ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কথিত সভাপতি বাবু প্রধানকে আটক করেছে মীরেরটেক ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবু প্রধান সোনারগাঁ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর সমর্থক বলে জানা যায়। বাবু প্রধান সাদিপুর ইউপির কাঠালিয়াপাড়া গ্রামের মোঃ রফিক ওরফে মনির প্রধানের ছেলে।
মীরেরটেক পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুর ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে সাদিপুর কাঠালিয়াপাড়া এলাকা থেকে ২ শতাধিক ইয়াবাসহ তার বাড়ি থেকে বাবু প্রধানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রবিরার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর