২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

ফ্রান্সে সন্দেহভাজন চেচেন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:

সন্দেহজনক ও অস্বাভাবিক আচরণের কারণ দেখিয়ে শনিবার চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। লোকটির সঙ্গে বৈদ্যুতিক সরঞ্জামাদি ছিল। পুলিশ একে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছে। লোকটি অস্বাভাবিক আচরণ করায় এক ব্যক্তি পুলিশে খবর দিলে তাকে দক্ষিণাঞ্চলীয় মারসিলেস নগরীর প্রধান রেলস্টেশন থেকে আটক করা হয়। খবর এএফপির।

পুলিশ তার কাছে সন্দেহজনক বৈদ্যুতিক সরঞ্জামাদি পেয়েছে। লোকটি তার পরিচয় দিতে অস্বীকার করে। রাষ্ট্রপক্ষের কৌঁসুসি জ্যাভিয়ের তারাবেউক্স বলেন, ‘আমরা এখনও তার পরিচয় জানতে পারিনি। তবে তিনি বলেছেন যে, তিনি চেচেন। তিনি রুশ ভাষায় কথা বলছেন।’

গত সপ্তাহে প্যারিসে চেচেনে জন্মগ্রহণকারী এক ফরাসি নাগরিকের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হন। এর পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছেন। জঙ্গি কর্মকাণ্ডে উৎসাহিত হলেই হামলাকারী ওই হামলা চালায় বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২০, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ