১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে কলকাতা

স্পোর্টস ডেস্ক:      

অন্যের হাতে ভাগ্য ঝুলিয়ে রাখা নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্লে অফ ভাগ্য নিজেরাই নির্ধারণ করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারিয়েছে দিনেশ কার্তিকরা। তাতে হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত হলো কেকেআরের। এখন আর একটি দলের জন্য অপেক্ষা।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান করে দলটি। জবাবে ২ বল বাকী থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে কেকেআর। ইডেনে দুই দলের প্রথমবারের দেখায় সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছিল হায়দ্রাবাদ।

শিখর ধাওয়ানের ফিফটি আর শ্রীভাটস গোস্বামী, কেন উইলিয়ামসন, মনিষ পান্ডেদের অবদানে ৯ উইকেটে ১৭২ রান করে হায়দ্রাবাদ। ওপেনার শিখর ধাওয়ান ৩৯ বলে ১ ছক্কা ও ৫ চারে ৫০ রান করেন। শ্রীভাটস ২৬ বলে ৩৫, কেন উইলিয়ামসন ১৭ বলে ৩৬, মনিষ পান্ডে ২২ বলে ২৫ রান করেন। কেকেআরের পক্ষে প্রশিদ্ধ কৃষ্ণা সর্বাধিক ৪ উইকেট নেন।

জবাবে ক্রিস লিন ও সুনিল নারিনের ব্যাটে দারুণ শুরু পায় কলকাতা। নারিন প্রতিদিনের মতো ঝড়ো শুরু এনে দেন। ১০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ২৯ রান করেন তিনি। ৪৩ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করেন ক্রিস লিন। গুরুত্বপূর্ণ দিনে রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে কার্যকরী ৪৫ রান। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় এই রান তার। অধিনায়ক দিনেশ কার্তিক অপরাজিত ২৬ রান করে ম্যাচ জিতিয়ে মাঠে ছাড়েন। হায়দ্রাবাদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন সিদ্ধার্ত কাউল ও কার্লস ব্র্যাথওয়েট।

সাকিব আল হাসান ৩ ওভার বল করে ৩০ রানে ১ উইকেট নিয়েছেন। তার আগে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ২ চারে করেন ১০ রান। গ্রুপ পর্বের ১৪ খেলা শেষে ৯ জয় আর ৫ হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হায়দ্রাবাদ। সমানে খেলায় ৮ জয় ও ৬ হারে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলকাতা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২০, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ