১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

চেচনিয়ায় চার্চে সন্ত্রাসী হামলা: নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ প্রজাতান্ত্রিক রাষ্ট্র চেচনিয়ার একটি চার্চে সন্ত্রাসী হামলায় পুলিশ ও বিদ্রোহীসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন পুলিশ। মুসলিম প্রধান চেচনিয়ার একটি অর্থডক্স চার্চে শনিবার এ হামলা চালানো হয়। এ সময় চার্চের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ ও এক বেসামরিক নাগরিক নিহত হয়। পরে পুলিশের পাল্টা আক্রমণে চার বিদ্রোহী নিহত হয়। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা বলেছেন, রাজধানী গ্রোজনীর কেন্দ্রে অবস্থিত আর্চএঞ্জেল মাইকেল চার্চে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায় চার বিদ্রোহী। পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের ওপর আক্রমণ করে তারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২০, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ