১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

কারাবন্দী মুরসিকে হত্যার হুমকি দেয়া হচ্ছে: পরিবার

আন্তর্জাতিক ডেস্ক:

কারাগারে দুর্বিসহ জীবন কাটাচ্ছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এছাড়া সেখানে তাকে বারবার হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে মুরসির পরিবার। শনিবার মুরসির পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। খবর পার্সটুডের।

বিবৃতিতে মুরসির পরিবার জানায়, কনডেম সেলে টানা পাঁচ বছর থেকে অন্তরীণ মুরসির সঙ্গে বাইরের জগতের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত পাঁচ বছরে মাত্র দুইবার তাকে পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে। মুরসির পরিবার আরও বলেছে, কারাগারে সাবেক প্রেসিডেন্টের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এছাড়া সেখানে তাকে বারবার হত্যার হুমকি দেয়া হচ্ছে। হুমকির বিষয়টি আদালতকে জানানো হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

মুরসির পরিবারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে কারাগারে তার ‘দুরবস্থা’র জন্য প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি সরকারকে সরাসরি দায়ী করা হয়েছে। এতে বলা হয়েছে, মিশরের সাবেক প্রেসিডেন্টকে মেরে ফেলার হুমকি দিয়ে এবং তার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে না দিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করা হচ্ছে। কারাগারে মুরসি অকালমৃত্যুর দিকে ধাবিত হচ্ছে বলে সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছিল।

২০১৩ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আস-সিসির নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সে সময়কার নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি। তাকে প্রেসিডেন্টের কার্যালয় থেকে গ্রেপ্তার করে সরাসরি জেলখানায় পাঠানো হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২০, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ