১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানকে কুপিয়ে জখম দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত দেড়টায় ব্রাহ্মন্দী ইউনিয়নের ইকবারদী এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা স্থানীয় আব্দুল গাফ্ফার মাস্টারের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেরেও কাউকে আটক করতে পারেনি। আহতের ভাই মাহমুদুল হাসান রুবেল জানান, রোববার রাত দেড়টার দিকে হঠ্যাৎ ৮ থেকে ১০ জন মুখোশধারী অস্ত্রধারী লোক প্রথমেই মাহবুবুর রহমানের শোবার ঘরে প্রবেশ করে। পরে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এসময় তার বামহাত ভেঙে ফেলা হয়েছে এবং মাথায়ও ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েটি আঘাত করা হয়েছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ২০, ২০১৮ ১০:০৯ পূর্বাহ্ণ