১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

গাজীপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের বিভিন্ন দোকান অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি করায় তিন দোকানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়। এ অভিযান পুরো রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রকাশ :মে ১৯, ২০১৮ ৯:১১ অপরাহ্ণ