১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৮

ভারতীয় সেনাদের গুলিতে শিশুসহ নিহত ৪ পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও  কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের অন্তত চার বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে তিনজনই শিশু। এ ছাড়া আহত হয়েছে ১০। শুক্রবার সিয়ালকোট সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এর জবাবে ভারতীয় চেক পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত।

সূত্র: রয়টার্স

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৮ ২:৩৯ অপরাহ্ণ