১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৯

কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 কিশোরগঞ্জ প্রতিনিধি:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কালোবাজারি, ঘুষ, দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

আজ শনিবার বেলা ১২ টায় শহরের রঙমহল সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র রমজান মাসেও সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বাজারের নিয়ন্ত্রণ মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তারা নির্বাচনে ধর্ম, অস্ত্র, পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার নিষিদ্ধ করে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করারও দাবি জানান।

এতে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, অধ্যক্ষ রবীন্দ্র নাথ চৌধুরী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, আলফাজ উদ্দিন আহমেদ দীপু প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ