১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

নতুন বাজেটে (২০১৭-২০১৮) ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

১ জুন বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের পর ২ জুন শুক্রবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বরাবরের মতো এবারও বাজেট প্রস্তাব পেশের পর দিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাজেটে বৈদেশিক সহায়তা যে পরিমাণ বেশি ধরা হয়েছে আদায় সম্ভব বলে মন্তব্য করে মুহিত বলেন, গত কয়েক বছর থেকে আমরা বিপুল পরিমাণ সহায়তা আদায় করছি। পাইপ লাইনে ব্যাপক টাকা রয়ে গেছে। কিন্তু ব্যবহার করতে পারছি না। এর আগে ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী যার আকার চার লাখ ২৬৬ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাস্তবায়নকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে থাকে। এবার সে আলোচনা (রিভিউ) একটু বাড়াতে হবে। বাজেটে বৈদেশিক সহায়তার হার ধরা হয়েছে ২৭ হাজার কোটি টাকা। বাস্তবে কোনো বছরই এ পরিমাণ টাকা ছাড় করেনি দাতারা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়াতনে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম প্রমুখ উপস্থিত রয়েছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ২, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ