২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৫

নাসিরের কাছে হেরে গেল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক :

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরে টানা তৃতীয় ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন নাসির হোসেন!

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে নাসির হোসেনের দুর্দান্ত পারফরম্যান্স চলছেই। তার অলরাউন্ড নৈপুণ্যে সুপার লিগে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীকে উড়িয়ে দিয়ে শিরোপার আরো কাছে চলে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপিতে শুক্রবার আবাহনীকে ১৫৬ রানে গুটিয়ে দেওয়ার পর গাজী ম্যাচ জিতেছে ৬ উইকেটে। প্রথম পর্বের পর সুপার লিগেও গাজীর কাছে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে আবাহনী। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২২। সমান ম্যাচে ২৪ পয়েন্ট গাজীর। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে প্রাইম দোলেশ্বর।

ম্যাচে নাসির ও মেহেদী নেন ৩টি করে উইকেট। আবু হায়দার ২টি। হাসান আলী ও আবরার কাজীর ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

বিকেএসপির তিন নম্বর মাঠে ১৫৭ রানের ছোট লক্ষ্য তাড়ায় গাজীর শুরুটা অবশ্য ভালো হয়নি। দলের ১৫ রানেই ডাক মেরে ফেরেন মুনিম শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে দলকে ৫১ পর্যন্ত টেনে নেন এনামুল হক বিজয় ও মুমিনুল হক। মুমিনুল ২১ করে ফিরলে ভাঙে এ জুটি।

এরপর ৭৩ থেকে ৮৪, ১১ রানের মধ্যে বিজয় (৪১) ও জহুরুল হকের (৭) বিদায়ে কিছুটা চাপে পড়েছিল গাজী। আগের দুই ম্যাচেই গাজীর জয়ের নায়ক নাসির আবারও দলের কাণ্ডারি। পঞ্চম উইকেটে নাদিফ চৌধুরী সঙ্গে নাসিরের অবিচ্ছিন্ন ৭৩ জুটিতে গাজী ম্যাচ জিতেছে ৮০ বল বাকি থাকতেই। ৯২ বলে ৪ চার ও এক ছক্কায় ৫৬ রানে অপরাজিত ছিলেন নাসির। ২৬ রানে অপরাজিত থাকেন নাদিফ।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২, ২০১৭ ৫:১৫ অপরাহ্ণ