১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

মেহেরপুরে শ্রমিকলীগ নেতাসহ ৭ জনকে কুপিয়ে জখম

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাবিবুর রহমান হবিসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ দল। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বামুন্দী পশুহাট এলাকার এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমানের ছেলে সজল জানান, বামুন্দী নিশিপুর পশুহাটে আসা স্যালো ইঞ্জিনচালিত নছিমন থেকে অবৈধ ভাবে চাঁদা তুলে আসছিলেন ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন, মিজানুর রহমানসহ তাদের সহযোগীরা। কিন্তু হাট মালিক ও হাবিবুর রহমান এতে বাধা দেন। এসময় ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন ও মিজানুর রহমানের নেতৃত্বে তাদের কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, ইমানুর রহমান, আব্দুল জলিল, শোভন ও সোহানকে কুপিয়ে জখম করেন।

হাবিবুর রহমান ও জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার জন্য এজাহার দিয়েছে। এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

প্রকাশ :মে ১৯, ২০১৮ ১০:৩৮ পূর্বাহ্ণ