৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১১

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো বসতবাড়ির ১২টি কক্ষ

আতিকুর রহমান , গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ীর বসতবাড়ির ১২টি কক্ষ আগুনে পুড়ে গেছে।

১৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, দক্ষিণ ধনুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির প্রায় ২০টি কক্ষ পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। বৃহস্পতিবার দুপুরে কারখানার শ্রমিকরা দুপুরের খাবার খেয়ে কারখানায় চলে যায়। এসময় একটি কক্ষে রান্নার জন্য থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে আগুন পাশের অন্যান্য কক্ষে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি কক্ষ আগুনে পুড়ে যায়। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৯:৪৫ অপরাহ্ণ