নিজস্ব প্রতিবেদক:
‘দ্রব্যমূল্য কোনোভাবেই লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।’ বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, রমজানে বাজারগুলোতে খাদ্যের দাম অযৌক্তিক হলে এবং খাবারে কোন ধরণের ভেজাল থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার রাজধানীর চকবাজারে ইফতারের বাজারে ভেজাল বিরোধী অভিযানে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘পাঁচটি অঞ্চলে আমাদের পাঁচটি মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে। কোন খাদ্য সামগ্রীতে যদি কোন ধরনের ভেজাল পাওয়া যায় তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব।’
মেয়র আরও বলেন, ‘দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সংস্থাগুলো মাঠে রয়েছে, দ্রব্যমূল্য কোনোভাবে লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।’
মেয়র দাবি করেন, গত বছরের তুলনায় খাদ্যদ্রব্যের দাম এবার সহনীয় পর্যায়ে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি রমজানের পণ্যের দাম গত বছরের তুলনায় কম বেড়েছে। তিনি চকবাজার এলাকার পরিবেশ আরো উন্নত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভেজাল বিরোধী অভিযানে মেয়র সাঈদ খোকন পুরো চকবাজার এলাকার ইফতারের দোকান ঘুরে খাদ্যমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে এখানকার পরিবেশ আরো উন্নত করার জন্য দক্ষিণ সিটি করপোরেশন কাজ করবে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

