২৩শে এপ্রিল, ২০২৫ ইং | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:১১
ব্রেকিং নিউজ

অসুস্থ হয়ে হাসপাতালে শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার সকালে তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে তিনি ফ্লুতে আক্রান্ত।

সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন শ্রীলেখা। বৃহস্পতিবার হঠাৎ শরীরের তাপমাত্রা বাড়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমদিকে শারীরিক অবস্থার অবনতি হলেও অক্সিজেন দেওয়ার পর আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে।

অনেকদিন পর শ্রীলেখা মিত্র অভিনীত একটি ছোটদের ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম ‘রেইনবো জেলি।’ ছবিটির পরিচালনা করছেন সৌকর্য্য ঘোষাল। কলকাতায় মুক্তির তারিখ ২৫ মে। কিন্তু মুক্তির এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শ্রীলেখা মিত্র। তাকে ভর্তি করে হয়।

 

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৮:৩৫ অপরাহ্ণ