বিনোদন ডেস্ক:
আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চুড়ান্ত ফ্রান্স দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। তার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দুই ফরোয়ার্ড অ্যালেক্সান্দ্রো ল্যাকাজে ও অ্যান্থনি মার্শিয়াল।
এছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দুই বছর আগে ইউরোতে দারুণ খেলা দিমিত্রি পায়েত। গত বুধবার ইউয়েফা ইউরোপা লীগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে ঊড়–তে চোট পেয়ে মাঠ ছাড়েন অলিম্পিক মার্সেই’র এ অধিনায়ক। ল্যাকাজে ও মার্শিয়ালের সঙ্গে দেশম দলে রাখেননি পিএসজি মিডফিল্ডার আদ্রিয়ান র্যাবিওট ও বায়ার্ন মিউনিখ তারকা কিংসলে কোম্যানকেও। এছাড়া চোটের কারণে আর্সেনাল ডিফেন্ডার লঁরা ক্যাসিয়েলনির খেলা হচ্ছে না ২০১৮ বিশ্বকাপে।
গত সপ্তাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে পায়ে চোট পান ক্যাসিয়েলনি। ‘সি’ গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক। আগামী ১৬ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ২০১৬’র ইউরোর রানার্সআপ ফ্রান্স।
ফ্রান্সের বিশ্বকাপ দল
গোলরক্ষক: আলফেন্সো আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদান্দা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেনজামিন মেন্ডি, বেনজামিন পাভার্দ, আদিল রামি, জিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এনগোলা কন্তে, ব্লেইজ মাতুইদি, স্টিভেন এনজনজি, পল পগবা, করেন্টিন টলিসো।
ফরোয়ার্ড: উসমানে দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরু, অ্যান্তোইন গ্রিজম্যান, ফ্লোরিয়ান থোভিন, থমাস লেমার, নাবিল ফেকির।
দৈনিক দেশজনতা/ টি এইচ