২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪২

জিম্বাবুয়ের অন্তর্র্বতীকালীন কোচ রাজপুত

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন কোচ হলেন লালচাঁদ রাজপুত। ভারতীয় জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছেন রাজপুত। তবে মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে রাজপুত বরাবর বড় নাম।
আরো একটা পরিচয় রয়েছে লালচাঁদ রাজপুতের। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ায় ২০০৮-এ কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জেতা ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।
২০১৬-তে আফগানিস্তানের কোচ হয়েছিলেন ভারতের এই প্রাক্তন ব্যাটসম্যান। আফগান ক্রিকেটের এই উত্থানে রাজপুতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা সময় ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়েও ছিলেন রাজপুত।
মার্চে হিথ স্ট্রিককে কোচের পদ থেকে সরিয়ে দেয় জিম্বাবুয়ের ক্রিকেট সংস্থা। জিম্বাবুয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জনই করতে পারেনি

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৫:২০ অপরাহ্ণ