স্পোর্টস ডেস্ক:
পুরো চুক্তির মেয়াদ শেষ না করেই চলে গেছেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। সামনে জাতীয় দলের এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপের মিশন। বড় দুই আসরকে সামনে রেখে কোচ প্রসঙ্গ আলোচনার বড় অংশ হয়ে উঠছিল। দিন কয়েক আগেই অবশ্য জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ঘোষণা ছিল একজন ব্রিটিশ কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেই কোচের নাম জানানো হয়েছে। ৩৮ বছর বয়সী ইংলিশ কোচ জেমি ডে হচ্ছেন মামুনুলদের নতুন কোচ।
যে ক্লাবে খেলোয়াড় কাম কোচ হিসেবে শুরু করেছিলেন সেই ওয়েলিং ইউনাইটেডে ফের প্রধান কোচ হিসেবে ফিরেছিলেন। এবং দলটিকে ষষ্ঠ স্তর থেকে এক ধাপ উপরে নিয়ে আসার সাফল্য আছে তার। এরপর আরো দুটি ক্লাবের দায়িত্বে ছিলেন। সর্বশেষ দায়িত্ব পালন করেন ইংলিশ ফুটবলের পঞ্চম বিভাগের দল ব্যারো অ্যাসোসিয়েশনের সহকারী কোচ হিসেবে। সেখান থেকে সরাসরি বাংলাদেশ জাতীয় দলের কোচ হলেন এই ব্রিটিশ।
এদিকে ফুটবল ক্যারিয়ারে আর্সেনাল যুব দলে বেড়ে ওঠা জেমি ডের। পরবর্তীতে ১৯৯৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সিনিয়র টিমেও ছিলেন। কিন্তু খেলা হয়নি একটি ম্যাচও। বোর্নমাউথ, ডোভার অ্যাথলেটিক, ওয়েলিং ইউনাইটেডে খেলেছেন। ইংল্যান্ডের বয়স ভিত্তিক দল অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলেও খেলেছেন।
এই জেমি ডের সঙ্গে অনলাইনে এক বছরের চুক্তি সেরে রেখেছে বাফুফে। জুনের প্রথম সপ্তাহে ঢাকায় আসার কথা তার। এই ব্রিটিশ কোচ জাতীয় দলের ২১তম বিদেশি কোচ হতে যাচ্ছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ১০ বছরের আমলে সংখ্যাটা ১০ম।
এদিকে এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে ২০ এপ্রিল শুরু হবে ফুটবলারদের ট্রেনিং ক্যাম্প।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

