১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪১

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ মামলায় দীর্ঘ ১৯ বছর পর তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট নাসিমুল আক্তার নাসিম বলেন, বিগত ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের সংখ্যালঘু ওই গৃহবধূ বাসায় একা ছিলেন। এ সময় একই গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী টাঙ্গাইল আদালতে নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

দীর্ঘ সময় মামলা চলার পর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রায় দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৭, ২০১৮ ৩:২৭ অপরাহ্ণ