১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

উইন্ডোজ সেটিংস পরিবর্তন করে নেটের গতি বাড়ান

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

স্পিড কম হলে ইন্টারনেটে যেকোনো কাজ করতে গেলেই অনেক সময় লাগে। এছাড়া কোন কিছু ডাউনলোডের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ, যা কিনা খুবই বিরক্তিকর। ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য অনেকেই অনেক রকম পদ্ধতি প্রয়োগ করেন। তবে আজ আমরা দেখাবো কিভাবে উইন্ডোজ সেটিংস পরিবর্তন করে ইন্টারনেট স্পিড বাড়ানো সম্ভব। চলুন দেখে নিই ছোট এই প্রক্রিয়াটি:

● প্রথমেই আপনার উইন্ডোজের start মেন্যু থেকে run এ যেয়ে gpedit.msc লিখে এন্টার চাপুন।

● এখন একটি উইন্ডো আসবে যার মধ্য থেকে administrative templates থেকে network সিলেক্ট করে qos packet scheduler এ ক্লিক করুন।

● এখন limit reservable bandwidth এ ক্লিক করলে একটি পেজ আসবে যার মধ্যে enable নামে একটি বাটন থাকবে এখন enable এ ক্লিক করুন এবং নিচে একটি বক্সের ভেতর দেখবেন bandwidth limit 20 লেখা রয়েছে। উইন্ডোজ ডিফল্টরূপে ২০% ব্যান্ডউইথ সেভ করে থাকে হাই প্রায়োরিটি ইন্টারনেট প্যাকেজের জন্য। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এতটা ব্যান্ডউইথ সেভের প্রয়োজন হয় না।

● এখন আপনি bandwidth limit 20 এর জায়গায় ০ করে দিন এবং apply বাটন চেপে ok চাপুন।

আশা করা যায় এই পদ্ধতি কাজে লাগিয়ে আপনার ইন্টারনেট স্পীড বৃদ্ধি করতে সক্ষম হবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৭, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ