স্পোর্টস ডেস্ক:
সামনেই বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ত সিডিউল। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি সময় দেওয়ার ইচ্ছায় এবং নিজেকে শতভাগ ফিট রাখার ইচ্ছায় যতটুকু পারছেন বিশ্রাম নিচ্ছেন সাকিব আল হাসান।
আইপিএল খেলায় ব্যস্ত সাকিব নিজের নাম প্রত্যাহার করেছেন বিশ্ব একাদশ থেকে। ৩১ মে ইংল্যান্ডের লর্ডসে একটি চ্যারিটি ক্রিকেট ম্যাচ খেলার কথা ছিল সাকিবের। কিন্তু ব্যক্তিগত কারণে সাকিব নিজের নাম প্রত্যাহার করেছেন। মূলত বিশ্রামে থাকার উদ্দেশ্যেই সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে খেলবেন না। আইসিসি বিষয়টি নিশ্চিত করার পর সাকিবও জানালেন এমনটি,‘আমি সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপ একাদশের হয়ে ম্যাচটি খেলার বদলে খানিকটা বিশ্রাম নিতে।’ বিশ্রাম নেওয়ার কারণটাও গোপন করেননি বাঁহাতি স্পিন অলররাউন্ডার,‘সামনেই আমাদের অনেক ক্রিকেট আছে। আইপিএল শেষেই সব খেলা। তাই বিশ্রামটা জরুরি ছিল।’
আইপিএল সাকিবের দল রয়েছে শীর্ষে। এরই মধ্যে নিশ্চিত করেছে প্লে অফ। ফাইনাল খেললে ২৭ মে পর্যন্ত সাকিবকে ভারতেই থাকতে হবে। এরপর দেশে ফিরে দ্রুতই তাকে উড়াল দিতে হবে ভারতের দেরাদুনে। ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ২৯ মে বাংলাদেশ দলের দেরাদুনে পৌঁছার কথা রয়েছে। আইপিএল শেষে অন্য কোথাও না গিয়ে পুরোটা সময় দলের সঙ্গে কাটাতে চাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ৮ জুন দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ২০ জুন ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে।
প্রসঙ্গত, ব্যাট-বল হাতে আইপিএলে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব। ব্যাটিংয়ে ১২ ম্যাচে ৯ ইনিংসে করেছেন ১৬৬ রান। বল হাতে ৭.৭২ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ১২টি।
দৈনিকদেশজনতা/ আই সি