১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

সাভারে যুুবলীগ নেতাকে পিটিয়ে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

পূর্ব শত্রুতার জের ধরে সাভার উপজেলা যুুবলীগের সদস্য মেহেদী হাসান রনিকে (২৫) পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত যুবলীগ নেতা মেহেদী হাসান রনি হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার মৃত আলী আহমেদের ছেলে। বুধবার দিবাগত রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে সাভারের জয়নাবাড়ি বেপারিপাড়া এলাকায় সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদের স্থানীয় যুবলীগ অফিস থাকা উপজেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান রনিকে ৪০/৫০ টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা প্রকাশ্যে তুলে নিয়ে চান্দুলিয়া এলাকায় নিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে গভীর রাতে পথচারীরা তার গোঙ্গানি শুনে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

রাতেই আহত যুবলীগের সদস্য মেহেদী হাসান রনিকে হাসপাতালে দেখতে ছুটে যান সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে। এঘটনায় মঞ্জুরুল আলম রাজীব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে মেহেদী হাসান রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরমান আহমেদ। দুর্বৃত্তদের আটক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহসিনুল কাদির। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৭, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ