১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে আমাকে: শ্যামল কান্তি

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরিবারসহ দেশ ছাড়তে আমাকে বাধ্য করা হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। তিনি তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সেখানেই তিনি এসব কথা বলেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ