১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

‘অ্যাটর্নি জেনারেলের কারণে হয়নি খালেদা জিয়ার জামিন আদেশ’

নিজস্ব প্রতিবেদক:

বিচারপতিরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে এলেও অ্যাটর্নি জেনারেলের কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আদেশ হয়নি।বললেন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ।

মঙ্গলবার দুপুরে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন তিনি।

মওদুদ বলেন- ‘আজ আদেশ না হওয়াটা দূরভিসন্ধিমূলক। বিচারকরা প্রস্তুত ছিলেন।বেগম খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনগত কোনো বাধা নেই বলে আমরা মনে করি। কিন্তু রাষ্ট্রপক্ষ বিলম্বিত করছে। এটি দূরভিসন্ধিমূলক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীকাল জামিন পাবেন খালেদা জিয়া।’

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন- ‘অ্যাটর্নি জেনারেল একদিন সময় চাইলে আদালত তার পরিবর্তে আজ ১২টা পর্যন্ত সময় দেন। এরপর তিনি কথা বলেন। আজ তাই আদেশ হয়নি। আশা করি আগামীকাল রায় হবে এবং বেগম খালেদা জিয়া জামিন পাবেন।’

বেগম খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন- ‘আগামীকাল জামিন হলেও বেগম খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবেন বলে মনে হয় না। কারণ তার বিরুদ্ধে আরও ৬টি মামলায় শ্যেন অ্যারেস্ট আছেন। সে ৬টি মামলায়ও জামিন নিতে হবে।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিলের রায়ের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এর আগে আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে দুদক, রাষ্ট্রপক্ষ ও বেগম খালেদা জিয়ার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন ৮ ও ৯ মে। ওইদিনই আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আজ আদেশের জন্য দিন ধার্য করেন।হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরও শুনানি করতে চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা না করে মঙ্গলবার দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন। অধিকতর শুনানি শেষে বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামীকাল বুধবার আদেশের দিন ধার্য করেন আপিল বিভাগ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৬, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ