১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

কুমিল্লায় ১শ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কুমিল্লা প্রতিবেদক:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় একশ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী শুক্কুর সরদার (২৩) বাগেরহাট জেলার কচুয়া থানার গজারিয়া গ্রামের চুন্নু সরদারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ফরিদ মাস্টারের বাড়ির পাশ থেকে শুক্কুরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘোড়াশাল গ্রামে একটি মাদকের চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মমিনুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় একটি স্কুলব্যাগের ভিতর লুকিয়ে রাখা একশ বোতল ফেন্সিডিলসহ শুক্কুর সরদারকে আটক করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটক মাদক ব্যবসায়ী শুক্কুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৬, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ